ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আফগানদের সহজে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

প্রকাশিত : ১১:০৪, ৯ জুন ২০১৯ | আপডেট: ১১:০৯, ৯ জুন ২০১৯

বিশ্বকাপের চলতি আসরের ১৩তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে সহজ জয় পায় নিউজিল্যান্ড।

ফলে বিশ্বকাপের টানা তিন ম্যাচের জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। অন্যদিকে টানা তিন ম্যাচে হেরে টেবিলের তলানীতে পড়ে আছে আফগানরা।

শনিবার ইংল্যান্ডের টাউন্টনের কাউন্ডি ক্রিকেট মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৬৬ রান করা আফগানিস্তান এরপর বৃষ্টির কবলে পড়ে।

বৃষ্টি ভেজা মাঠে খেলতে নেমে জেমস নিশাম ও লুকি ফাগুর্নসনের গতির মুখো পড়ে ১৭২ রানে অলআউট আফগানিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন হাসমতউল্লাহ শহীদি। তার ইনিংসটি ৯৯ বলে ৯টি চারে সাজানো। এছাড়া ৩৪ রান করেন ওপেনার হযরতউল্লাহ জাজাই। ৩১ রান করেন নুর আলী জাদরান।

নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশান ৩১ রানে পাঁচ উইকেট শিকার করেন। ৩৭ রানে চার উইকেট নেন লুকি ফার্গুনসন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ১০৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। ৪১ রানে দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোর উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলের ব্যাটে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৯৯ বলে ৯টি চারের সাহায্যে ৭৯ রান করেন উইলিয়ামসন। ৫২ বলে একটি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৪৮ রান করে ফেরেন টেইলর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি