ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কোপা আমেরিকা

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-বলিভিয়া

প্রকাশিত : ১৪:৫৫, ১৪ জুন ২০১৯

কোপা আমেরিকা ফুটবলের উদ্বোধনী ম্যাচে আগামীকাল শনিবার মুখোমুখি হবে ব্রাজিল ও বলিভিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

ম্যাচটিকে সামনে রেখে অনুশীলন করেছে দুদল। দু’দলের মোকাবেলায় ব্রাজিলের কাছে ৫-০ গোলে হেরেছিল বলিভিয়া।

ইনজুরিতে ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই খেলতে হবে আটবার শিরোপা জয়ী ব্রাজিলকে। এরই প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৭-০ ও কাতারকে ২-০ গোলে হারিয়েছে তারা।

তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। তিন গ্রুপের শীর্ষ দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। বাকি দুটি জায়গা পূরণ করবে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে পয়েন্ট বা গোল ব্যবধানে এগিয়ে থাকা দুটি দল।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি