ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ জিতবে ভারত, বললেন গুগলের সিইও

প্রকাশিত : ২০:৩৬, ১৪ জুন ২০১৯

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এবারের বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে জিতবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এবারের বিশ্বকাপের ফাইনালে উঠবে ভারত ও ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ তুলে ধরবে বিরাট কোহলির দল। নিজেকে ক্রিকেটের আবেগি ভক্ত হিসেবে পরিচয় দেন ৪৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই।

গত বুধবার ইউএসআইবিসিস ইন্ডিয়া আইডিয়াইস সম্মেলনে পিচাই এবারের বিশ্বকাপ সম্পর্কে তাঁর ধারণা তুলে ধরে আরও বলেন, এবারের ফাইনাল ভারত ও ইংল্যান্ডের হওয়া উচিত। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলও ভালো।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ভারত। এবারের আসরে ভারত ও ইংল্যান্ডকে শক্তশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এনএম//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি