ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৫:১৬, ২০ জুন ২০১৯ | আপডেট: ১৯:২৯, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিকাল সাড়ে ৩টায় নটিংহ্যামের ট্রেন্টব্রিজে শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত মাত্র একবার অসিদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ৪টিতেই জয় তুলে নিয়েছেন ফিঞ্চ বাহিনী। আর পঞ্চম অবস্থানে বাংলাদেশ। মাশরাফিদের বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ অজিরা। এ মহারণে পূর্ণ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চান তারা।

সঙ্গত কারণে অস্ট্রেলিয়া একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্তর্ভুক্ত হতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সেক্ষেত্রে শন মার্শকে বসতে হতে পারে।

আবার স্পিনে শক্তিমত্তা বাড়াতে পেসার কেন রিচার্ডসনের বদলি হিসেবে স্পিনার নাথান লায়নকে এ ম্যাচে খেলাতে পারে অস্ট্রেলিয়া। পাশাপাশি শ্রীলংকার বিপক্ষে বিশ্রামে থাকা নাথান কোল্টার-নাইলও একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়া অপরিবর্তিত থাকবে বিশ্বচ্যাম্পিয়নদের একাদশ।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, শন মার্শ/মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন/ নাথান লায়ন।

অন্যদিকে গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ দলে আসতে পারে দুটি পরিবর্তন। ইনজুরি আক্রান্ত পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকতে পারেন পেসার রুবেল হোসেন। আর আনফিট স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের স্থলাভিষিক্ত হতে পারেন হার্ডহিটার সাব্বির রহমান।

এবারের বিশ্বমঞ্চে এখন পর্যন্ত খেলা হয়নি রুবেল-সাব্বিরের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তারা। ইতিমধ্যে অনেকে বলাবলি শুরু করেছেন, বিশ্বজয়ী দলের বিপক্ষে কাজে লাগতে পারে রুবেলের রিভার্স সুইং। উপকারে আসতে পারে সাব্বিরের লেগস্পিনও।

এই দুটি ছাড়া বাংলাদেশ একাদশে আর কোনো রদবদলের সম্ভাবনা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া ম্যাচে খেলা সবাই থাকছেন। আবার ন্যূনতম খেলার মতো অবস্থায় থাকলে উইনিং কম্বিনেশন ধরে রাখতে সাইফ-মোসাদ্দেককেও খেলানো হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি