ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাইগারদের সামনে আজ আফগানিস্তান

প্রকাশিত : ০৯:২১, ২৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রানীর দেশে ক্রিকেট বিশ্বকাপে দারুণ খেলছে বাংলাদেশ। স্বভাবতই সেমিফাইনালের দৌড়ে আছেন টাইগাররা। আর তাতে আরও এগিয়ে যেতে আজ সোমবার সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছেন লাল-সবুজের জার্সিধারীরা।

টানা ছয় হারে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে থাকা আফগানিস্তান আজ পয়েন্টের খাতা খুলতে উদগ্রীব।

আর টাইগাররা নিজেদের আজকের ম্যাচসহ বাকি ম্যাচগুলো জিতলে এবং ইংল্যান্ড তাদের শেষ তিন ম্যাচের দুটিতে হারলে সেমিতে ওঠার ভালো সুযোগ থাকবে বাংলাদেশের। এমনকি অন্যসব ম্যাচের ফল অনুকূলে থাকলে শেষ তিন ম্যাচের দুটিতে জিতেও বিশ্বকাপের শেষ চারে চলে যেতে পারে টাইগাররা।

তাই স্বপ্ন এখনও বেঁচে থাকায় সম্ভাবনার সব দুয়ারেই কড়া নাড়তে চান মাশরাফিরা। তবে সব সমীকরণের প্রথম শর্ত হল, আজ জিততেই হবে বাংলাদেশকে।

আর তাই সার্বিকভাবে বলা যেতে পারে, বাংলাদেশ বনাম আফগানিস্তানের ব্যাট-বলের আজকের যুদ্ধটা জমবে দারুণ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি