ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কিউইদের বিপক্ষে জিতে যা বললেন বাবর আজম

প্রকাশিত : ১৩:৩৪, ২৭ জুন ২০১৯ | আপডেট: ১৩:৪২, ২৭ জুন ২০১৯

ম্যাচ বাই ম্যাচ খেলে সেমিফাইনালে যেতে চায় পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের এই লক্ষ্যের কথা জানান বাবর আজম। এদিকে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশান জানান, এই হারে সেমিতে খেলতে তাদের কোনও সমস্যা হবে না।  

সেমির স্বপ্ন জোড়ালো করতে হলে জয়ের বিকল্প নেই। এমন কঠিন সমীকরণের ম্যাচে গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের সহজ টার্গেট টপকে যায় পাকিস্তান।এ জয়ে কাণ্ডারির ভূমিকা পালন করেন বাবর আজম। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে দশম সেঞ্চুরি। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ১২৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। 

বাবর আজম বলেন, দলের ক্রিকেটাররা প্রত্যেক ম্যাচে কিছু না কিছু অবদান রাখছে। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলে শেষ চারে জায়গা করে নেওয়া। আশা করি আমরা সেটা করতে পারবো।

এদিকে জিমি নিশান বলেন, বিশ্বকাপের প্রতিটি দলের শক্তিমত্তা প্রায় সমান। আমাদের ধারণা ছিলো আমরা দু্টি ম্যাচ হারতে পারি। আগের জয়গুলোর কারণে আমাদের সেমিফাইনালে খেলতে সমস্যা হবে না।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি