ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কোহলি-রাহুলের ব্যাটে এগুচ্ছে ভারত  

প্রকাশিত : ১৬:৫৩, ২৭ জুন ২০১৯

 

দলীয় ষষ্ঠ ওভারে ওপেনার রোহিতকে হারালেও রাহুলকে নিয়ে সঠিক পথেই এগুচ্ছেন ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি। ক্যারিবিয় বোলারদের সামলে এ দুজনের ব্যাটে ইতিমধ্যেই দলীয় পঞ্চাশ ছাড়িয়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ভারতের সংগ্রহ এক উইকেটে ৭৬ রান। কোহলি ২১ রানে এবং রাহুল ৩৫ রানে ক্রিজে আছেন।

এর আগে বিশ্বকাপের ৩৪তম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয় বোলারদের তোপের মুখে শুরুতেই উইকেট হারায় ভারত। ওপেনার রোহিতকে ফিরিয়েছেন উইন্ডিজ পেসার কেমার রোচ।

বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ডে প্রথম পাঁচ ওভারে ভারত সংগ্রহ করে মাত্র ১৭ রান। তবে ষষ্ঠ ওভারেই যেন খোলস ছেড়ে বের হয় এ দুই ওপেনার। আর এতেই বিপদ ডেকে আনেন রোহিত শর্মা। কেমার রোচের এ ওভারে দুই ওপেনার যখন একটি করে ছক্কা ও চার হাঁকিয়ে পাঁচ বলে ১২ রান তুলেছেন, ঠিক তখনই ষষ্ঠ বলে ইনসুইংয়ে পরাস্ত হন রোহিত। তার ব্যাটের ভিতরের কানায় হালকা কিস করে বেরিয়ে যায় বল। তবে বোলার-ফিল্ডারদের আবেদনে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে ঠিকই উল্লাসে মাতেন ক্যারিবিয়রা।

ফলে ২৯ রানেই প্রথম উইকেট হারায় ভারত। আউট হওয়ার আগে এক ছক্কা ও এক চারে ২৩ বলে ১৮ রান করেন রোহিত।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি