ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১০:৫৭, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সেমিফাইনালের টিকিট পেতে বিশ্বকাপের ৩৫ তম ম্যাচে আজ আসর থেকে বিদায় নেয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা।

প্রথম ৫ ম্যাচের দুটি পরিত্যক্ত আর মাত্র ১ টিতে জয় পাওয়ায় আসর থেকে ছিটকে পড়ার আশঙ্কায় শ্রীলংকা শীর্ষ চারে ওঠার আশা জিয়ে রাখে স্বাগতিকদের পরাজিত করে।

পরে অজিদের কাছে ইংলিশরা হেরে গেলে পথটা আরো সহজ হতে থাকে লঙ্কানদের। তাই তো আজ জেতার লক্ষ্যে মাঠে নামছে তারা।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জীবন মেন্ডিস/সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক, হাসিম আমলা, ফাফ ডু প্লেসিস, রাসি ভ্যান ডার ডসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল ফেলুকাইও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও ইমরান তাহির।

এদিকে ম্যাচের আগে মালিঙ্গাদের সতর্ক বার্তা দিয়েছেন প্রধান কোচ হাথুরুসিংহে। নিজেদের ফেভারিট দাবি করে প্রত্যায় ব্যক্ত করেছেন ম্যাচ জেতার।

অন্যদিকে, ৭ ম্যাচ খেলে মাত্র ১ জয় পাওয়া প্রোটিয়ারা টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। বিদায় হলেও শেষটা রাঙ্গাতে চান ডু প্লেসিসরা।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ইংল্যান্ডের চেষ্টার লি স্ট্রিট মাঠে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি