ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

প্রকাশিত : ১৬:০৪, ২ জুলাই ২০১৯

উম্বলডন টেনিসের প্রথম দিনে জয় পেয়েছে তারকা। পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। এদিকে নারী এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন রোমানিয়ান তারকা সিমেনা হালেপ।

সেন্টার কোর্টে জামার্নির ফিলিপের মুখোমুখি হন জকোভিচ। সরাসরি সেটে জয় পান সার্বিয়ান এই তারকা। ৬-৩, ৭-৫ ও ৬-৩ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন বর্তমান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। পরের রাউন্ডে মার্কিন তারকা ডেনিস কুডলার মুখোমুখি হবেন নোভাক জকোভিচ।

এদিকে, নারী এককে বেলারুশের সাসনোভিচের বিপক্ষে সরাসরি সেটের জয় পান সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিমেনা হালেপ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি