ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ে দ্বিতীয় মোস্তাফিজ

প্রকাশিত : ০৯:১৫, ৬ জুলাই ২০১৯

টাইগার বাহিনী বিশ্বকাপ মিশন শেষ করেছে পাঁচ জুলাই। বিশ্বকাপে অনেক আশা জাগিয়েছে এই বাহিনী। দর্শকরাও আনন্দিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে সেমিতে না যাওয়াতে কিছুটা হতাশও। বিশ্ব দেখেছে টাইগারদের ক্রিকেটের উন্নতি। আর হেলায় ফেলায় ভাবার সুযোগ নেই। তারই প্রমাণ এখন পর্যন্ত ব্যাটিংয়ে শীর্ষে সাকিব আল-হাসান এবং বোলিংয়ে শীর্ষের দ্বিতীয় স্থানে মোস্তাফিজুর রহমান।

অনেক নামকরা ব্যাটসম্যানদের পেছনে ফেলে ৬০৬ রান নিয়ে সাকিব শীর্ষে। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়ে যায়। অন্যথায় সাকিবের স্কোর আরও বৃদ্ধি পেত।

একমাত্র অস্ট্রেলিয়ার সঙ্গে হাফ সেঞ্চুরি নেই অন্যথায় প্রতিটি খেলায় তার হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি রয়েছে। সাকিবের বিশ্বকাপ ঝুড়িতে রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি।  এর মধ্যে ৬০টি বাউন্ডারি এবং দুটি ছক্কার মার রয়েছে।

মাঠ কাঁপানো বোলার মার্ক উড, ট্রেন্ড বোল্ড, ক্রিস মরিস, প্যাট কামিন্স, লাথিস মালিঙ্গা, জাজপিট বুমরা এদের সম্পর্কে ক্রিকেট বোদ্ধারা ভালই জানেন।

কিন্তু কাটার মোস্তাফিজ এদের পেছনে ফেলে বোলিং শীর্ষের দ্বিতীয় স্থানে। তার উপরে রয়েছে মিশেল স্টার্ক।  মোস্তাফিজের অর্জন ২০ উইকেট।  তার বেস্ট পার্ফমেন্স ৫৯ রান খরচায় পাঁচ উইকেট।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ সাকিব আল-হাসান এবং মোস্তাফিজুর রহমান এই স্মরণীয় অধ্যায়ের সূচনা করলো। ভবিষ্যতে বাংলাদেশ দল এই স্মরণীয় অধ্যায়কে আরও দীর্ঘায়িত করবে এই আশা রাখছি।

এবার জেনে নিন ৫ জুলাই পর্যন্ত পাঁচ সেরার কৃতিত্ব-


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি