কোপায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির প্রতিপক্ষ আর্জেন্টিনা
প্রকাশিত : ২০:০৫, ৬ জুলাই ২০১৯ | আপডেট: ০৯:৪৮, ৭ জুলাই ২০১৯
কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কোরেনথিয়ান্স এরিনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
শিরোপা লড়াইয়ের স্বপ্নভঙ্গ হলেও, এ ম্যাচে জয় পেতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়ন চিলি ও মেসি’র আর্জেন্টিনা।
কলম্বিয়য়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র ও শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আর্জেন্টিনা।
আর ভেনেজুয়েলাকে ২ গোলে হারিয়ে সেমিতে উঠে মেসিরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয় তারা। চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় দিয়ে আসর শেষ করতে চায় আর্জেন্টিনা।
এদিকে, জাপানকে ৪-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এরপর ইকুয়েডরকে ২-১ গোলে হারায় তারা। পরে উরুগুয়ের কাছে এক গোলে হেরেও কোয়ার্টার ফাইনালে উঠে চিলি। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পেরুকে পায় তারা। তবে দুর্বল পেরুর কাছে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে নামবে চিলি। ফাইনালের ক্ষত ভুলতে আর্জেন্টিনার বিপক্ষে জয় চায় তারা।
এখন পর্যন্ত ৯০ বারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে ৬০টিতে; আর চিলি জিতেছে ৮ ম্যাচে, বাকি ২২ ম্যাচ হয় ড্র।