ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিলিকে হারিয়ে কোপায় তৃতীয় আর্জেন্টিনা

প্রকাশিত : ০৮:৪৪, ৭ জুলাই ২০১৯ | আপডেট: ১১:৪৭, ৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

চিলিকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে আর্জেন্টিনা। তবে জয়সূচক এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে লাল কার্ড দেখতে হয়েছে। মেসি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে আগুয়েরার গোল তৈরি করে দিয়েছেন।

শনিবার স্থানীয় সময় বিকালে ব্রাজিলের সাও পাওলোয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় আর্জেন্টিনা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা সাফল্য পেয়ে যায় দ্রুত। বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি চিলি।

ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠে ফাউলের শিকার হয়ে ফ্রি-কিক পেয়েছিল তারা। রেফারির বাঁশি শুনেই অপ্রস্তুত চিলির খেলোয়াড়দের মাঝ দিয়ে বল বাড়ান আগুয়েরোকে। ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

লিড দ্বিগুণ করতে খুব বেশি সময় নেননি পাওলো দিবালা। মিনিট দশেক পরে জিওভানি লো সেলসোর কাছ থেকে দারুণ এক পাস পেয়ে যান তিনি। পরে প্রথম ছোঁয়ায় ডিফেন্ডার এবং দ্বিতীয় ছোঁয়ায় পরাস্ত করেন গোলরক্ষককে। এ দুই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বারবার দুদলের খেলোয়াড়রা বিতণ্ডায় জড়িয়ে পড়ায় উত্তেজনা বাড়ছিল ক্রমশ। এমনই এক ঘটনায় ৩৭তম মিনিটে লাল কার্ড দেখেন মেসি।

চিলির ডিফেন্ডার গারি মেদেলের সঙ্গে বল দখলের লড়াইয়ের পর ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। এ ঘটনায় দু’জনকেই লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান আর্তুরো ভিদাল। লো সেলসো চিলির মিডফিল্ডার চার্লেস আরানগিসকে ফাউল করলে ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে স্পটকিকের সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি।

উল্লেখ্য, কোপা আমেরিকার গত দুই আসরের ফাইনালে চিলির কাছেই টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। তবে এ জয়ের মাধ্যমে কিছুটা হলেও প্রতিশোধ নিল আর্জেন্টিনা।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি