ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কোপার ফাইনালে রাতে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল

প্রকাশিত : ১৬:০০, ৭ জুলাই ২০১৯

কোপা আমেরিকার ফাইনালে আজ রাতে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ১২ বছর পর ব্রাজিল ও ৪৪ বছর পর পেরু ফাইনালে উঠেছে।

কোপার এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দল ব্রাজিল। পাঁচ ম্যাচে ১০ গোল করলেও হজম করেনি একটিও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় পরেছিল সেলেকাওরা।

টাইব্রেকারে জিতে সেমিতে পায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। চোটের কারণে উইলিয়ানকে না পেলেও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিল। রেকর্ডও তাদের পক্ষেই কথা বলছে। ৪৪ বারের সাক্ষাতে ব্রাজিলের জয় ৩১ বার, পরু জিতেছে ৪টিতে। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।

৪৪ বছর পর ফাইনালে ওঠাটাই পেরুর বড় চমক। গ্রুপ পর্বে ব্রাজিল ও ভেনেজুয়েলার পেছনে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠে তারা। শক্তিশালী উরুগুয়েকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে সেমিতে উঠে পেরু। সেমিফাইনালে টানা দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠে পেরু। এবার ব্রাজিলকে হারিয়ে ১৯৩৯ ও ১৯৭৫ সালের পর আবারো শিরোপা জিততে চায় পেরু।

এর আগে দেশের মাটিতে চার বার কোপা আমেরিকা আয়োজন করে ব্রাজিল। যার প্রতিটি ট্রফিই নিজেদের ঘরে রেখে দিয়েছে স্বাগতিকরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি