ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মেয়েদের ফুটবল বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০:২৪, ৮ জুলাই ২০১৯

প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপের ফাইনালে ওঠা নেদারল্যান্ডসকে হারিয়ে আবারও শিরোপা জিতেছে মর্কিন যুক্তরাষ্ট্র।

রোববার রাতে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে রেকর্ড চতুর্থ শিরোপা জিতল যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের পার্ক অলিম্পিক লিঁয়নেস স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও পরে আট মিনিটের মধ্যে দুই গোল করে যুক্তরাষ্ট্র ম্যাচের চালকের আসনে বসে।

ম্যাচের ৬১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মেগান র‌্যাপিনো। ডি-বক্সের মধ্যে অ্যালেক্স মরগ্যান ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি।

এর ৮ মিনিট পর জোরালো শটে রৌজ ল্যাভেল লক্ষ্যভেদ করলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদেরকে কোণঠাসা করে ফেলে যুক্তরাষ্ট্র।

ম্যাচের বাকিটা সময় দুই গোল ধরে জয় নিয়ে মাঠ ছাড়ে আগে থেকেই বিশ্বকাপের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন থাকা দলটি। এ জয়ে ফুটবলে যুক্তরাষ্ট্রের আধিপত্য আরও বিস্তৃতই হল। কারণ এতবার শিরোপা জয়ের রেকর্ড নেই যে আর কারো। আর রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ডাচ মেয়েদের।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি