ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিয়ের কারণে লঙ্কা সিরিজে থাকছেন না লিটন

প্রকাশিত : ১৩:০০, ৮ জুলাই ২০১৯

ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের আগেই বিয়ে করেছিলেন সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর। আর এবার বিয়ের পিঁড়িতে বসছেন তারকা ক্রিকেটার লিটন কুমার দাস। তাই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দেখা যাবে না জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, লিটনের বিয়ে। তাই আমরা তাকে এ সময়ে পাওয়ার আশা করছি না।

আগামী ২৮ জুলাই লিটন কুমার দাসের বিয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মা-বাবা পছন্দের পাত্রীকেই বিয়ে করছেন লিটন দাস। বিশ্বকাপের আগেই তার জন্য পাত্রী দেখে রেখেছিল পরিবার। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি অধ্যয়নরত দিনাজপুর শহরের দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে আংটি বদল করে আশীর্বাদ অনুষ্ঠিত হয় বিশ্বকাপের আগেই।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি