ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আফ্রিকান নেশনস কাপের সেমিতে নাইজেরিয়া

প্রকাশিত : ১৮:২৫, ১১ জুলাই ২০১৯

আফ্রিকান নেশনস কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠে দাপটের সঙ্গে খেলেও জয় পেল না দক্ষিণ আফ্রিকা।

খেলার প্রথমার্ধেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় নাইজেরিয়া। ম্যাচের ২৭তম মিনিটে দলটির হয়ে লিড নেয়ার গোলটি করেন স্যামুয়েল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে নাইজেরিয়া। ম্যাচের ৭১তম মিনিটে মিডফিল্ডার জিনজু গোল করলে ১-১ গোলের সমতায় ফিরে দক্ষিণ আফ্রিকা। তবে নির্ধারিত খেলার শেষ মুহুর্তে উইলিয়াম গোল করলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।

এদিকে, বেনিনকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে সেনেগাল।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি