ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আফ্রিকান নেশন্স কাপ

মাদাগাস্কারকে উড়িয়ে সেমিতে তিউনিশিয়া

প্রকাশিত : ১৫:৫০, ১২ জুলাই ২০১৯

আফ্রিকান নেশন্স কাপ ফুটবলে মাদাগাস্কারকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তিউনিশিয়া।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। আর প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে সাসি আর ৬০তম মিনিটে ইউসেফ মাসাকানি গোল করলে ২-০তে পিছিয়ে পরে মাদাগাস্কার।

আক্রমণের গতি ধরে রাখে তিউনিশিয়া। নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে দলটির হয়ে শেষ গোলটি করেন মিডফিল্ডার স্লিতি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি