শ্রীলঙ্কা সফরে অনিশ্চিত মাহমুদউল্লাহ
প্রকাশিত : ০০:১২, ১৩ জুলাই ২০১৯
কাঁধের চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপের কয়েকটি ম্যাচ। তার ওপর পায়ের পেছনের মাংসপেশিতে চোট পাওয়ায় এজবাস্টনে খেলতে পারেননি ভারতের বিপক্ষে ম্যাচটা। পুরোপুরি ফিট না হয়েও পাকিস্তানের বিপক্ষে খেলায় চোট আরও বেড়েছে। লন্ডন থেকে দেশে ফেরার দিনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।
হ্যাঁ পাঠক, বলছিলাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের কথা। বিসিবি সূত্রে জানা গেছে, তিন সপ্তাহের আগে মাঠে ফেরা হবে না মাহমুদউল্লাহর। এর মাঝে চিকিৎসা, বিশ্রাম, পুনর্বাসন-প্রক্রিয়া এবং স্কিল ট্রেনিং করেই কাটবে রিয়াদের দিন।
আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এ সিরিজে বাংলাদেশ দলের এ মিডল অর্ডারের খেলা তাই কঠিনই। মাহমুদউল্লাহর বিকল্পও তাই ভাবতে হচ্ছে নির্বাচকদের।
নির্বাচক হাবিবুল বাশার অবশ্য বললেন, এটা নির্ভর করছে চিকিৎসক ও মাহমুদউল্লাহর ওপর। আমরা এখনো অপেক্ষা করছি।
এদিকে এরই মধ্যে জানা গেছে, বিয়ের তারিখ ঠিক হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না লিটন দাসের। বিশ্বকাপের সেরা পারফর্মার সাকিবও গেছেন লম্বা ছুটিতে। তবে সাকিব, মাহমুদউল্লাহ, লিটনকে না পাওয়া গেলেও শক্তিশালী দল নিয়েই শ্রীলঙ্কায় যাওয়ার ব্যাপারে আশাবাদী সুমন।
এ নির্বাচক বলেন, ‘এই সিরিজে নতুন করে শুরু করার দরকার। আশা করছি যে সবাইকে ফিট পাব এবং সেরা দল নিয়েই সেখানে যেতে পারব।’
এনএস/এসি