প্রস্তুত লর্ডস, প্রস্তুত ইংল্যান্ড-নিউজিল্যান্ড
প্রকাশিত : ২৩:২৩, ১৩ জুলাই ২০১৯ | আপডেট: ২৩:২৬, ১৩ জুলাই ২০১৯
দীর্ঘ দেড় মাসে ৪৭ ম্যাচের লড়াই শেষে বিশ্বকাপ ক্রিকেট যুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে দ্বাদশ আসরটি। রোববার (১৪ জুলাই) ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে শেষ হবে ইংল্যান্ড বিশ্বকাপ। ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।
শিরোপা নির্ধারণী এ ম্যাচে লড়বে এই দু’দল। এবারের ফাইনাল শেষে উদযাপনটা হবে একেবারেই অন্যরকম। কারণ আগে কখনোই শিরোপা জয়ের স্বাদ পায়নি এ দু’দলের কেউই। এমনকি ২৩ বছর পর বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নকে। এজন্য লর্ডসের মত ফাইনালে মঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি সেরেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
স্বপ্নের এ ফাইনালকে সামনে রেখে প্রস্তুত ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডস। দু’দিন ধরেই মাঠের রক্ষণাবেক্ষণে ব্যস্ত লর্ডসের মাঠ কর্মীরা। পিচ থেকে বড় বড় ঘাস ছেঁটে ফেলে নতুন চেহারা পাচ্ছে ২২ গজ। লর্ডসের এ ২২ গজের বাইরে মাঠের চারপাশকে সুন্দরের মহিমায় গড়ে তুলছেন মাঠ কর্মীরা। ৩০ হাজার দর্শককে নির্বিঘ্নে জায়গা করে দিতে গ্যালারিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
এদিকে ফাইনালের মঞ্চে উপস্থাপন করতে নিজেদেরকে শেষবারের মত তৈরি করে নিয়েছেন ইংল্যান্ড-নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুশীলন শুরু করে ইংল্যান্ড। প্রথমে শরীর গরম করেন, পরে ব্যাট-বল হাতে নেটে নেমে পড়েন ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। প্রায় ৩০ মিনিট ব্যাটিং করলেন তারা। নেটের অনুশীলনেও বেশ মারমুখী দেখালো রয়কে।
সেমিফাইনালের মত ফাইনালের মঞ্চেও বিধ্বংসী রুপ দেখাতে চান রয়। দুই ওপেনারের সঙ্গে পাশের নেটে ব্যাটিং নিয়ে ব্যস্ত জো রুট-জস বাটলার। তাদের ব্যাটিং শেষে দীর্ঘক্ষণ অনুশীলন পর্ব সারলেন অধিনায়ক ইয়ন মরগান। ব্যাটিং অনুশীলন করেই ফিল্ডিং-এ নেমে পড়েন মরগান বাহিনী। অল্প কিছুক্ষণ ফিল্ডিং শেষে সংবাদ সম্মেলনের জন্য নিজেকে তৈরি করে ফেললেন মরগান। তবে তখন লর্ডস মাঠের পাশে ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন দলের অনন্যারা।
মরগানের সংবাদ সম্মেলন শেষেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রায় ২৫ মিনিটে সংবাদ সম্মেলন শেষে অনুশীলন নেমে পড়ে কিউইরা। তাদের অনুশীলনে দেখা গেল সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলামকে। হাইভোল্টেজ ম্যাচের আগে দলের খেলোয়াড়দের সাথে কথোপকথনে ব্যস্ত ছিলেন ম্যাককলাম।
ইংল্যান্ডের মত ৩ ঘন্টা অনুশীলন করেছে নিউজিল্যান্ডও। অনুশীলন শেষে মাঠের মধ্যে ১৫ মিনিটের মিটিং সারে কিউইরা। মিটিং পর্ব সেরে ড্রেসিংরুমে ফিরে যায় নিউজিল্যান্ড। এভাবেই চুড়ান্ত লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করেছেন দু`দলের ক্রিকেটাররা।
এনএস/আরকে