ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ ফাইনালে কেমন থাকবে আবহাওয়া?

প্রকাশিত : ১০:৪০, ১৪ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:২৩, ১৪ জুলাই ২০১৯

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড তাদের প্রথম বিশ্বকাপের লক্ষ্যে মাঠে নামবে আজ রোববার। ভেন্যু লন্ডনের লর্ডস।

চলতি বিশ্বকাপে আবহাওয়া বার বার সমস্যায় ফেলেছে দলগুলোকে। বাতিল হয়েছে চারটি লীগ পর্বের ম্যাচ। এছাড়া, প্রথম সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ নির্ধারিত দিনে শুরু হয়ে শেষ হয় রিজার্ভ ডে-তে। যে কারণে সব দলকে প্রতিপক্ষের থেকে বেশি ভাবাচ্ছে ইংল্যান্ডের আবহাওয়া।

তাই ফাইনালেও ‍বৃষ্টি বাগড়া বসায় কি না এ নিয়ে জল্পনা। তবে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর! লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, এক দিনেই পুরো ম্যাচ শেষ করা যাবে।

আবহাওয়া পোর্টার অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময়সীমার মধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আকাশ থাকবে মেঘলা। তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকবে।

যাইহোক, এবারের বিশ্বকাপের লিগ পর্বে ইংল্যান্ড ও নিউজিল‌্যান্ড মুখোমুখি হয়েছিল। যেখানে নিউজিল্যান্ডকে হারের মুখ দেখতে হয়েছিল। তবে আজ ফাইনাল বলে পাল্টে যেতে পারে সেই সমীকরণ। শেষ পর্যন্ত কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি