ফেদেরারকে হারিয়ে উইম্বলডন জিতলেন জকোভিচ
প্রকাশিত : ১৫:৫৭, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:১০, ১৫ জুলাই ২০১৯
উইম্বলডন টেনিসের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন নোভাক জকোভিচ।
শ্বাসরুদ্ধকর ফাইনালে টেনিস র্যাঙ্কিংয়ের এক আর দুই নম্বর খেলোয়াড়ের মাঝে লড়াই হয় ৫ ঘণ্টা ৯মিনিট।
টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডনের ফাইনালে ইতিহাসের সেরা লড়াইয়ের সেরা উপহার দিয়ে, শেষ পর্যন্ত রজার ফেদেরারকে হারিয়ে ঐতিহাসিক এক ম্যাচের ইতি টানলেন নোভাক জকোভিচ।
প্রথম সেটে সার্বিয়ান তারকা জকোভিচ জয় পান ৭-৬ গেমে। আর দ্বিতীয় সেটেই ৬-১ গেমের জয়ে সমতায় ফিরেন ফেদেরার। পরের সেটে আবারো ৭-৬ গেমে জয় নিয়ে লিড নেন জকোভিচ। চতুর্থ সেটে ৬-৪ গেমে সুইস তারকা ফেদেরার জিতলে খেলা হয় সমতায়। আর শেষ সেটে ১৩-১২ গেমে শেষ পর্যন্ত জয় নিয়ে ট্রফি নিশ্চিত করেন জকোভিচ।