ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারত বাদ, শীর্ষে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:৪২, ১৬ জুলাই ২০১৯

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বাদ পড়েছে ভারত। তাদের স্থানে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। বর্তমানে ভারতের অবস্থান দ্বিতীয়।

এবারের বিশ্বকাপের শুরুতে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিল ইংল্যান্ড। কিন্তু আসর চলাকালে স্থান দখল করে নেয় ভারত। তবে শিরোপা জয়ে সেই মুকুট ফিরে পায় ইংলিশরা।

আইসিসির প্রকাশিত ্যাংকিংয়ে দেখা যায়, ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত।

বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডকে টপকে শীর্ষে ওঠে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে যায়। এতে পয়েন্ট কমার পাশাপাশি বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইন্ডিয়া।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জয় পাওয়ায় পুনরায় শীর্ষে ওঠে মরগ্যান বাহিনী।

কিউইদের বর্তমান রেটিং পয়েন্ট ১১৩ অস্ট্রেলিয়ার ১১২। হিসেবে তিনে নিউজিল্যান্ড এবং চারে রয়েছে অস্ট্রেলিয়া।

১১০ পয়েন্ট নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ৯৭ পয়েন্ট নিয়ে ছয়ে আছে পাকিস্তান।

এদিকে ৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। আর বাংলাদেশের পর আট, নয় ১০ নম্বরে আছে যথাক্রমে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান।

এমএইচ/টিআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি