ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ১৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:২৬, ১৬ জুলাই ২০১৯

হারের বৃত্ত থেকে যেন বেরিয়ে আসতে পারছেনা বাংলাদেশ। বিশ্বকাপে হতাশজনক ফল নিয়ে বাড়ি ফিরেছে জাতীয় দল। এবার সে আগুনে ঘি ঢেলে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে টেস্টে ১-০ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে ইমরুল কায়েসরা। 

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট সফরকারীদের সঙ্গে ড্র করায় সিরিজ হারায় বাংলাদেশ। প্রথম টেস্টে আফগানদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। 

প্রথম টেস্ট বৃষ্টির কবলে না পড়লেও, দ্বিতীয় টেস্ট বৃষ্টি বাগড়ায় শেষ পর্যন্ত ড্রয়ের মুখ দেখে। 

চারদিনের এ ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিন ৭.৪ ওভার বল গড়িয়েছিল। অবশ্য এরই মধ্যে ১৮ রান তুলতে হারায় এক উইকেট।  দ্বিতীয় দিন একই কারণে বল মাঠেই গড়ায়নি। 

তবে তৃতীয় দিনে খেলা শুরু হলেও আবারো বৃষ্টি বাধায় পড়ে ম্যাচ। এ দিন ৩৩ ওভার ব্যাট করতে পারে স্বাগতিকরা। আগের দিন মিলে ২ উইকেটে ১২২ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। 

এমন অবস্থায় ম্যাচ ড্রয়ের পথে আগাতে থাকে। কিন্তু চতুর্থ দিনে আফগান বোলিং তোপেরমুখে ২০০ রানেই গুটিয়ে যায় কায়েসরা। সর্বোচ্চ ৬৫ রান করেন নাঈম শেখর। 

আফগানদের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন কায়েস আহমেদ, শারাফুদ্দিন আশরাফ ও ইয়ামিন আহমাদ জাই।

জবাব দিতে নেমে শুরুটা ভাল করতে না পারলেও ইব্রাহিম জাদরান ও বহির শাহর ১৩৪ রানের জুটিতে ১৬১ রান করে জয়ের আশা জাগায় আফগানদের।

কিন্তু ততোক্ষণে বেলা শেষ হওয়ায় শেষ পর্যন্ত ড্রয়ের মুখ দেখে দ্বিতীয় টেস্ট। 

বহির শাহ ফিফটি করে ফিরলেও, চার রানের জন্য শতক করতে না পারার আক্ষেপ নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইব্রাহিম। ফলে, ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী আফগানরা। 

১৯ জুলাই থেকে এ মাঠেই পাঁচ ম্যাচ ওয়ান্ডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি