ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিপিএলে আজ দুটি খেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২৩ জুলাই ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি খেলা। বিকাল ৪টায় নোফেলের মুখোমুখি হবে সাইফ স্পোটিং আর সন্ধ্যা ৭টায় ব্রাদার্সের মুখোমুখি হবে রহমতগঞ্জ।

চার দল অনেক আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সাইফ স্পোটিং।

নোফেলের জন্য রেলিগেশন এড়ানোর ম্যাচ। ২১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১২ নম্বরে রয়েছে তারা।

এদিকে, ব্রাদার্স ও রহমত গঞ্জের ম্যাচটিও রেলিগেশন এড়ানোর লড়াই। ২১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নোফেলের উপড়ে রয়েছে ব্রাদার্স আর সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের উপড়ে রহমতগঞ্জ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি