ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষসেরার সম্মান ফিরিয়ে দিলেন স্টোকস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ জেতার কয়েকদিন পরেই নিউজিল্যান্ডের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় বেন স্টোকসের নাম মনোনয়ন করা হয়েছিল। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতলেও স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে।

আর সেই কারণেই নিউজিল্যান্ডের বর্ষসেরা নাগরিকের তালিকায় স্টোকসের নাম নথিভুক্ত করেছিল নিউজিল্যান্ড সরকার। কিন্তু এই সম্মান ফিরিয়ে দিলেন বেন স্টোকস।

নিজের নাম প্রত্যাহার করে ইংল্যান্ডের অলরাউন্ডার জানান, নিউজিল্যান্ড সরকারের কাছে তিনি কৃতজ্ঞ, তার কথা ভাবার জন্য।  তবে এই সম্মান নেওয়ার জন্য তিনি যোগ্য নন। সে দেশের হয়ে যাদের অনেক অবদান রয়েছে তারাই এই সম্মানের যোগ্য।

গত সপ্তাহে নিউজিল্যান্ড ক্রীড়া এব‌ং সংস্কৃতি দফতর থেকে জানানো এই বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় বেন স্টোকসের সঙ্গে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের নামও রয়েছে। 

আর এই সম্মান উইলিয়ামসনের প্রাপ্য বলে মনে করেন বেন স্টোকস।

১২ বছর বয়সে বেন স্টোকস পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান। তারপর সেখানেই বড় হওয়া এবং ক্রিকেট খেলার সঙ্গে জড়িয়ে যাওয়া। এ থেকেই এক সময় ইংল্যান্ডের জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে যায় এই অলরাউন্ডার। 

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি