ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাত্র ৮৫ রানেই শেষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৪ জুলাই ২০১৯

শিরোনাম পড়েই চমকে গেলেন তো! যাওয়ারই কথা। ঘোর ইংলিশ সমর্থকদের কথা বাদ দিলাম, সাধারণ ক্রিকেটপ্রেমীরাও কী বিশ্বাস করতে পারছেন! কদিন আগে যে মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড, সে মাঠেই কি না স্বাগতিকদের এমন হাল! তাও আবার পুঁচকে আয়ারল্যান্ডের বিপক্ষে!

বিস্ময়ের পর বিস্ময় আর কি! তবে ঘটনা কিন্তু পুরো সত্য। টেস্টে ক্রিকেটে পুঁচকে হলেও সেই আইরিশ বোলিংয়ের বিপক্ষেই টেস্টের প্রথম দিনে মাত্র ২৩.৪ ওভার টিকেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। গুটিয়ে গেছে ৮৫ রানেই।

ক্রিকেট তীর্থ লর্ডসে দলের পক্ষে দুই অংকের ঘর ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। তিনজন ফিরেছেন শূন্য রানে। ১৩ রানে ৫ উইকেট নিয়ে ইংলিশদের ধসিয়ে দেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ ডানহাতি পেসার টিম মুরতাগ। অভিষিক্ত পেসার মার্ক অ্যাডায়ার ৩টি ও বয়ড র‌্যানকিন নেন ২ করে উইকেট। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার ৪ দিনের টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। একমাত্র এ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। 

তবে এই টস জেতাই যেন কাল হয়ে দাঁড়ায় ইংলিশদের জন্য। দলীয় ৮ রানেই অভিষিক্ত জেসন রয়কে (৫) হারায় ইংল্যান্ড। তাকে পল স্টারলিংয়ের ক্যাচ বানিয়ে ফেরান টিম মুরতাঘ। এর কিছুক্ষণ পর দলীয় ৩৬ রানে জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। ২৩ বছর বয়সী পেসার মার্ক অ্যাডায়ার তুলে নেন জো ডেনলিকে (২৩)। আর ওপেনার ররি বার্নসকে সাজঘরের পথ দেখান মুরতাঘ।  

এরপর ৭ রানের ব্যবধানে আরও ৪ উইকেট খোয়ায় ইংল্যান্ড। অধিনায়ক জো রুটকে এলবির ফাঁদে ফেলেন অ্যাডায়ার। আর মাত্র ৫ বলের ব্যবধানে উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, মঈন আলী ও ক্রিস ওকসকে তুলে নেন মুতরাঘ। এ তিনজনই ফেরেন শূন্য হাতে। 

এর আগে ১৮৮৭ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। লর্ডসে তাদের সর্বনিম্ন ইনিংসটিও অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ১৮৮৮ সালে ৫৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়ায় লজ্জার নতুন রেকর্ডের শঙ্কা জাগে ইংল্যান্ড শিবিরে। তবে স্যাম কারেনের ১৮ ও অভিষিক্ত উলি স্টোনসের ১৯ রানে শেষ পর্যন্ত ৮৫ রানে থামে জো রুটের দল। 

ইংল্যান্ডের শেষ ৩ উইকেটের দুটি নেন বয়ড র‌্যানকিন। অপর উইকেটটি পান মার্ক অ্যাডায়ার। 

এনএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি