ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হাঙ্গেরিয়ান সাঁতারুর দখলে ফেলপসের রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ২৫ জুলাই ২০১৯

পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক। ২০০৯ সালে রোমে মাইকেল ফেলপসের গড়া রেকর্ড ১০ বছর পরে এসে সেই রেকর্ড ভাঙলেন ১৯ বছর বয়সী হাঙ্গেরির এই সাঁতারু।

গত বুধবার গুয়াংঝাউতে ২০০ মিটার বাটারফ্লাই শেষ করতে মিলাক সময় নেন ১:৫০.৭৩ মিনিট। আর ২০০৯ সালে রোমে মাইকেল ফেলপস ২০০ মিটার বাটারফ্লাই শেষ করতে সময় নিয়েছিলেন ১:৫১.৫১ মিনিট।

ফেলপসের রেকর্ড ভাঙার পর আপ্লুত মিলাক বলেন, এই রেকর্ড গড়ে সত্যিই এক অন্যরকম অনুভূতি হচ্ছে। 

এরপর তিনি জানান, ১৪ বছর বয়স পর্যন্ত আমি ব্যাকস্ট্রোক সাঁতার কাটতাম। তারপর থেকে আমি বাটারফ্লাই শুরু করি। তারও আগে আমি শুধুমাত্র ১০০ মিটার সাঁতার কাটতাম। 

এএইচ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি