ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কার ব্যাটিং তাণ্ডব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ২৬ জুলাই ২০১৯

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। শুরুতেই মাত্র ১০ রানে এক উইকেট হারিয়ে চাপে পড়লেও একের পর এক বাউন্ডারী হাঁকাচ্ছেন করুণারত্নে ও পেরেরা। 

শুরুতেই লংকান ওপেনার অভিস্কা ফার্নান্দোকে শফিউল ইসলাম ফেরালেও দিমুত করুণারত্নে ও কুশাল পেরেরার ব্যাটিং তাণ্ডবে দিশেহারা বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে শ্রীলঙ্কা। করুণারত্নে ২৯ ও পেরেরা ৩৫ রান নিয়ে ব্যাটিং করছেন। 

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিম ইকবালের। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরি এবং জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় নেতৃত্ব দিচ্ছেন তামিম।

রঙিন পোশাকে তামিমের অভিষেকের ম্যাচে বিদায় নিচ্ছেন শ্রীলংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে খেলেই ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানাবেন তিনি। মালিঙ্গার বিদায়ের ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে ম্যাচ শেষ করতে চান সতীর্থরা।

এই ম্যাচের মধ্য দিয়ে ৩২ মাস পর ফের জাতীয় দলে ফিরেছেন পেস বোলার শফিউল ইসলাম। তাকেই ইনিংসের প্রথমে বোলিংয়ে নিয়ে এসেছেন অধিনায়ক তামিম ইকবাল।

শ্রীলংকা: দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, অভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসেরা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি