ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতীয় জামাই হচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ৩০ জুলাই ২০১৯

সিনিয়র সতীর্থ শোয়েব মালিকের পদাঙ্কই অনুসরণ করছেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী! বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই ডানহাতি পেসার। হবু বধূর নাম শামিয়া আরজু।

হ্যাঁ পাঠক, ভারতের হরিয়ানা প্রদেশের মেয়ে শামিয়ার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন হাসান আলী। ফলে শোয়েব মালিকের পর আরও একজন পাকিস্তানি জামাই পেতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত। 

আগামী ২০ আগস্ট দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে গাঁটছাট বাঁধবেন হাসান-শামিয়া। ১৭ আগস্ট হাসানের পরিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। হাসানের শ্বশুর সাবেক পঞ্চায়েত অফিসার লিয়াকত আলীও নিশ্চিত করেছেন বিষয়টি।

কনে শামিয়াও উচ্চ শিক্ষিত। মানব রচনা বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রী নিয়ে বর্তমানে এমিরেটস এয়ারলাইনসে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত তিনি।

তবে শুধু শোয়েব মালিক, হাসান আলীই নন। এর আগে ভারতীয় মেয়ে বিয়ে করছেন পাকিস্তানের জহির আব্বাস ও মহসিন খান। সর্বশেষ ২০১০ সালে অলরাউন্ডার শোয়েব মালিক গাঁটছড়া বাঁধেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার সঙ্গে। সুখের সংসার করছেন তারা। গত বছর শোয়েব-সানিয়ার কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান।

এদিকে ২০১৯ বিশ্বকাপটা ভালো কাটেনি হাসান আলীর। ৪ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। বাজে বোলিংয়ের কারণে পরে বাদ দেয়া হয় তাকে। অথচ ২০১৬ সালে অভিষেকের পর ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান আলী। 

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। এরপর বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিলেন হাসান আলী। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। দেখা যাক, ভারতীয় কন্যাকে বিয়ের পর কপাল ফেরে কিনা তার! 

এনএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি