ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রংপুরে সাকিব, মাশরাফির ঠিকানা কোথায়?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৩১ জুলাই ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে আর ঢাকা ডায়নামাইটসে দেখা যাবে না সাকিব আল হাসানকে। এবারে দল পরিবর্তন করে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ বুধবার (৩১ জুলাই) রংপুর ফ্র‍্যাঞ্চাইজি তাদের নতুন আইকন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে পরিচয় করে দিয়েছে।

বিপিএলের গত মৌসুমে সাকিবের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ঢাকা। ষষ্ঠ আসরে অবশ্য রানার্সআপ হয়েই সন্তুষ্ট  থাকতে হয়েছিল তাদের। 

অন্যদিকে রংপুরের নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে এবারের আসরে মাশরাফির নতুন ঠিকানা কোথায় হচ্ছে, সেটা এখনও জানা যায়নি।

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। একে সামনে রেখে ইতিমধ্যে দলে রদবদল শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর অংশ হিসেবে মাশরাফিকে ছেড়ে দিয়েছে রংপুর। 

এছাড়া দলে পরিবর্তন এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানসও। বাঁহাতি ওপেনার তামিম ইকবাল খুলনায় চলে যাওয়ায় মুশফিকুর রহিমের সঙ্গে চুক্তি করেছে কুমিল্লা। বাকি দলগুলো এখন পর্যন্ত অপরিবর্তিত আছে।

রংপুর ছেড়ে দেয়ায় নিশ্চিতভাবে এবার বিপিএলে নতুন ঠিকানায় খেলতে হবে মাশরাফিকে।  ঢাকা ডায়নামাইটস সাকিবকে ছেড়ে দেয়ায় সেখানে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ম্যাশের। বিপিএলের প্রথম দুই আসরে ঢাকার হয়ে খেলেন তিনি। সেই দুই আসরে ম্যাশের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এনএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি