ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফিফার সেরা দশে নেই নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:৪৫, ১ আগস্ট ২০১৯

ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরষ্কার 'ফিফা বেস্ট' এর জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে টানা দ্বিতীয়বারের মতো জায়গা পাননি নেইমার। তবে নেইমার না থাকলেও, নিজেদের জায়গা ধরে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।


নেইমার না থাকার কারণ হিসেবে অনেকে দেখছেন, মৌসুমের প্রায় অর্ধেকটাই নেইমার কাটিয়েছেন মাঠের বাইরে। কখনো হাসপাতাল, কখনো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে বাসায় বসে থাকা-এভাবেই মৌসুমের বেশিরভাগ সময় কেটেছে তার।  যার কারণে সে বাদ পড়েছে বলে ধারণা করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 


অন্যদিকে শেষ মৌসুমে লিগে ২১টিসহ সব প্রতিযোগিতা মিলে ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৮ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়েও মৌসুমটা দারুণ কেটেছে তার। পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। সে টুর্নামেন্টের সেমি-ফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন ৩৪ বছর বয়সী তারকা।


অন্যদিকে বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। বার্সেলোনাকে লা লিগা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে একইসঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগেও করেন সর্বোচ্চ ১২ গোল। তবে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে নিয়ে সেমিফাইনালেই বাদ পড়তে হয়েছে।
ফিফা বেস্ট পুরষ্কারের সংক্ষিপ্ত তালিকা


ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, জুভেন্টাস), ফ্রেংকি ডি ইয়ং (নেদারল্যান্ডস, আয়াক্স, বর্তমানে বার্সেলোনা), ম্যাথিয়াজ ডি লিট (নেদারল্যান্ডস, আয়াক্স, বর্তমানে জুভেন্টাস), ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম, চেলসি, বর্তমানে রিয়াল মাদ্রিদ), হ্যারি কেইন (ইংল্যান্ড, টটেনহ্যাম হটস্পার), সাদিও মানে (সেনেগাল, লিভারপুল), কাইলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল) ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)।
সেরা দশ কোচের তালিকা
জামেল বেলমাদি (আলজেরিয়া), দিদিয়ের দেশম (ফ্রান্স), রিকার্দো গার্সিয়া (পেরু) পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল), মাউরিসিও পচেত্তিনো (টটেনহ্যাম হটস্পার), ফার্নান্দো সান্তোস (পর্তুগাল), এরিক টেন হাগ (আয়াক্স), তিতে (ব্রাজিল), মার্সেলো গায়ার্দো (রিভার প্লেট)।

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি