ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে মাঠে সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১ আগস্ট ২০১৯

ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষের সচেতন করতে মাঠে মেনেছে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ডেঙ্গুবিরোধী প্রচারণায় অংশ নিয়ে ছিলেল তিনি।

এসময় সাকিব বলেন, ‘এবছরের মতো কোনবারই ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু এতটা মহামারি আকার ধারণ করেনি। আর যেহেতু এবছর যেহেতু সিরিয়াসভাবেই শুরু হয়েছে এবং অন্যান্য জেলাতেও ছড়িয়ে পরেছে যারা ঢাকাতে তারা বহন করে তাদের জেলাতেও নিয়ে যাচ্ছে, সিরিয়াসনেসটা সবার মধ্যে থাকা দরকার। 

ডেঙ্গু হলে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু আগে পরীক্ষার করে  বোঝা দরকার যে জিনিসটা কতটা সিরিয়াস হতে পারে। হয়ত আামার পরিবার বা আমি আক্রান্ত না। কিন্তু যে বা যার পরিবার আক্রান্ত তার জন্য এটা অনেক বড় কষ্টের বিষয়।’

সাকিব নিজেও একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। সংবাদ মাধ্যমের সামনে তাই খুব সহজেই সেই অভিজ্ঞতা বর্ণনা করলেন। ‘আমার একবার ডেঙ্গু হয়েছে। তাই আমি জানি এটা কত কষ্টকর। দেশের অনেকে সিভিয়ার অবস্থায় আছে, অনেকে মারা যাচ্ছে। যারা সচেতন মানুষ, ডাক্তার থেকে শুরু করে বড় বড় পর্যায়ে আছে, তারাও মারা গিয়েছে। 

আমাদের জন্য ভয়ানক বিষয়। সবার উচিত এই সম্পর্ক সচেতনতা বাড়ানো।’ একই সাথে যে যে কাজগুলো আমরাদের সচেতন মানুষ হিসিবে করা উচিত সেটার করতে হবে। আমি যতদূর জানি বনানি বিদ্যানিকেতনে সাড়ে ৬ হাহজার ছাত্র আছে। মানে ছাড়ে ৬ হাজার পরিবার। তারা যদি একটা পরিবারকেও বলে, ১৩ হাজার পরিবার জেনে যাচ্ছে। এটা যদি সামান্য পরিমানেও কাজে আসে আমি মনে করি যে আমার এই প্রচারণা স্বার্থক হবে।’

স্কুলের ছাত্র ছাত্রীদের সামনে সচেতনামুলক বক্তব্য শেষে মশার ওষুধ ছিটিয়ে প্রচারণার সমাপ্তি টানেন সাকিব।

 

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি