ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইংলিশদের হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২ আগস্ট ২০১৯

ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়ে অনূর্ধ্ব- ১৯ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ত্রিদেশিয় সিরিজে ৬ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে যুব টাইগাররা।

আর ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড সবার নিচে।

বৃহস্পতিবার এসেক্সে টস হেরে ব্যাট করতে নেমে তানজিদের সেঞ্চুরিতে ২২৪ রান করে সফরকারীরা। ১১৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১১৭ রান করেন তানজিদ।

এছাড়া মাহমুদুলের ব্যাট থেকে আসে ৪১ রান। জবাবে ১৫২ রানেই অল আউট হয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ২২৪ (তানজিদ ১১৭, পারভেজ ৪, মাহমুদুল ৪১, হৃদয় ৩১, শাহাদাত ০, আকবর ১১, শামিম ১, মৃত্যুঞ্জয় ০, তানজিম ১, রাকিবুল ২, শাহিন ১*; কিম্বার ৫/৩৮, কালেন ১/৩৯, গোল্ডসওয়ার্থি ০/৪০, বল্ডারসন ০/৩০, কাদরি ০/৪১, হিল ১/৩৪)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩৯ ওভারে ১৫২ (চার্লসওয়ার্থ ৪, ক্লার্ক ৪, মোজলি ১৭, হেইন্স ৪০, গোল্ডসওয়ার্থি ২, হিল ১, বল্ডারসন ১৮, বিন ৩০, কিম্বার ১১, কালেন ৬, কাদরি ০*; তানজিম ৩/২৮, শামিম ০/২৮, শাহিন ২/২৯, মৃত্যুঞ্জয় ২/২৩, রাকিবুল ৩/১৯, হৃদয় ০/২০,)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭২ রানে জয়ী


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি