ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাতেই মাকে নিয়ে মক্কা যাচ্ছেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২ আগস্ট ২০১৯

এবারও যে হজে যাবেন সেটা জানা গিয়েছিলো আগেই। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। ইউরোপ-আমেরিকায় ছুটি কাটিয়ে কয়েকদিন হলো দেশে ফিরেছেন। এবার সময় হলো হজে যাওয়ার। আজ রাতেই মাকে নিয়ে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন সাকিব।

এর মাঝে অবশ্য বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের সচেতন করার কাজও করেছেন বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্মেন্স করা বিশ্বসেরা অলরাউন্ডার। 

জানা গেছে, আজ রাত ১১টার ফ্লাইটে মা শিরিন আকতারকে সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। এসময় তাকে বিদায় জানাতে পরিবারের লোকজনের উপস্থিত থাকার কথা রয়েছে। মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রিকে যুক্তরাষ্ট্রে রেখে একাই দেশে ফিরেছেন। 

এবার সাকিব তার নিজের মতো করেই হজ পালন করবেন। কেননা গত বছর সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে হজে গিয়েছিলেন সাকিব। সেখানে তিনি 'ভিআইপি' মর্যাদা পেয়েছিলেন। যে কারণে অন্য দশজনের মতো অত দীর্ঘ সময় নয়, হাতেগোনা ৭-৮ দিনের জন্য হজ পালন করেছিলেন তিনি।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি