ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার মুশফিক খুঁজে নিলেন নতুন ঠিকনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:৩০, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এবার মুশফিকুর রহিমও খুঁজে নিলেন নতুন ঠিকানা।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এই উইকেটরক্ষ-ব্যাটসম্যান। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, তাদের আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম। এ ব্যাপারে নাফিসা কামাল গণমাধ্যমকে জানান, মুশফিকের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ঈদের পরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন তারা। 

বিদেশি খেলোয়াড়কে নেওয়া হচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন জানান, ঈদের পর এ বিষয়ে জানা যাবে। এখন পর্যন্ত বিদেশি কোনো খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ হয়নি তাদের।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি