ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিবারসহ তাসকিন এখন তুরস্কে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:০১, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে জায়গা পেলেও একাদশে সুযোগ পাননি টাইগার ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তার ওপর দলও ভালো করতে না পারায় স্বভাবতই মন খারাপ গতি তারকার। তবে দেশে ফিরে এবার স্ত্রী-পুত্রকে নিয়ে আনন্দ ভ্রমণে তুরস্কে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই বোলার।

গত শুক্রবার তুরস্কের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। সঙ্গে আছেন স্ত্রী-সন্তান।

বিষয়টি নিশ্চিত করে তাসকিন আহমেদ জানান, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে তিনি এখন তুরস্কে আছেন তিনি। দেশে ফিরবেন ঈদের আগের দিন।  

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভ্রমণের কিছু ছবি আপলোড করে একটি স্ট্যাটাসও দিয়েছেন তাসকিন। সেখানে তিনি লিখেছেন, ‘সুন্দর স্থান, আমার পরিবারের সঙ্গে ছুটিতে।’ 

একইসঙ্গে নিজের বাবাকে মিস করছেন বলেও জানিয়েছেন তাসকিন। তবে ছবিতে নিজের স্ত্রী-পুত্র ছাড়া আরও দুজনকে দেখা গেলেও, তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।  

উল্লেখ্য, সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি টাইগাররা। ফলে হোয়াইটওয়াশ হয়ে গত ১ জুলাই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। 

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি