ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীরে ধোনির বুট পালিশের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৭ আগস্ট ২০১৯

ওয়েস্ট ইন্ডিজে খেলা নিয়ে ব্যস্ত ভারতীয় দল। অন্যদিকে  হাজার হাজার মাইল দূরে কাশ্মীরের সেনা ছাউনিতে সময় কাটাচ্ছেন ধোনি। সেনাদের মতোই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। টহল দিচ্ছেন সীমান্তে, গান গাইছেন এবং সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলছেন।

কিন্তু ভারতীয়দের যে বিষয়টি নজর কেড়েছে তার,সেটি হলো ১০ জন সেনার মতো তিনিও বুট পালিশ করছেন।  ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ক্যাপ্টেন কুলের একাগ্রচিত্তে বুট পালিশের ছবি দেখে মুগ্ধ সবাই।
 
অনেকে বলছেন, এটিই মাহি। সবাই তার সরলতার জন্যই তাকে ভালোবাসেন। কেউ লিখেছেন, ভারতীয় হিসেবে গর্বিত। আপনার মতো আরও অ্যাথলেট আমাদের চাই।

অনেকে লিখেছেন, সত্যি মাহিকে দেখে তরুণ প্রজন্মের অনেকেই সেনা পেশার প্রতি আকৃষ্ট হবে। একজন রোল মডেল হিসেবে এটিই করা উচিত। আবার একজন লিখেছেন, আপনি একজন কিংবদন্তি। তবু আপনার পা সবসময় মাটিতে থাকে। সব অধিনায়কের তার কাছ থেকে শেখা উচিত।

গেল ৩১ জুলাই থেকে ভূস্বর্গে সেনার কর্তব্য পালন করছেন ধোনি। ক্রিকেট থেকে বিরতি নিয়ে আপাতত দেশসেবায় নিয়োজিত করেছেন নিজেকে। প্রশিক্ষণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি