ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভারতের কোচ বাছাইয়ে কপিল দেবের প্যানেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৭ আগস্ট ২০১৯

ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ বাছাইয়ে কাজ করতে অনুমতি পেয়েছে কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি।

বোর্ডের ক্রিকেট প্রশাসকরা কোচ বাছাইয়ের অনুমতি দিয়েছে। এরফলে আগস্টের মাঝামাঝি সম্পর্কে একটা সিদ্ধান্ত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

আগেই ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপে যদি ভারতীয় দল জয় তুলে নেয় তাহলেই রবি শাস্ত্রী এবং তার সতীর্থদের চাকরি থাকবে। তা না হলে নতুন কোচ বাছাইয়ের পদ্ধতি শুরু করে দেওয়া হবে।

আর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ে নতুন কোচ খোঁজার পালা শুরু হয়েছে।

কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পরই যেহেতু ক্যারিবিয়ান সফর তখন নতুন কোচ নির্বাচন এবং দলের সঙ্গে পাঠানো চাপের ব্যাপার হয়ে যায়। তাই বিসিসিআই রবি শাস্ত্রীর নেতৃত্বে কোচের পদ পঁয়তাল্লিশ দিন বাড়িয়ে দেওয়া হয়।

তবে শাস্ত্রীকে কোচের জন্য আলাদা করে আবেদন জানাতে হবে না। তাকে এমনিই ডাকা হবে কোচ নির্বাচনের জন্য। তার নতুন করে ইন্টারভিউও নেওয়া হবে।

পাশাপাশি অতীতে নিয়ম ছিল নতুন কোচ বাছাইয়ের জন্য দলের অধিনায়কের মতামত নেওয়া হতো।

কিন্তু এবারে আর সেই কাজটা করা হবে না। এবারে বিসিসিআই আগে থেকেই বিরাট কোহলির সেই ডানা ছেঁটে ফেলে দিয়েছিলেন।

এক্ষেত্রে নতুন কোচ নির্বাচনে বিরাট কোহলির কোনও ভূমিকা থাকছে না। এর আগে কোচ নির্বাচনের দায়িত্বে ছিলেন শচীন-সৌরভ-লক্ষ্মণ। এবার তাদের সরিয়ে কপিল দেবের হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হলো।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি