ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে যুব টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১১ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:৪২, ১১ আগস্ট ২০১৯

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত অনুর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের হোভ কাউন্টি গ্রাউন্ডে শিরোপা লড়াইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

স্বাগতিক ইংল্যান্ডকে টপকে ফাইনালে উঠেছে দুই সফরকারী দল বাংলাদেশ ও ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ যুব দল।

৮ ম্যাচ খেলে ৪ জয়ে বাংলাদেশ দলের পয়েন্ট ১১। সমান ম্যাচে ৩টিতে জয়ে ৮ পয়েন্টে গ্রুপ রানার্সআপ হয়েই ফাইনাল খেলছে ভারত।

এই সিরিজেই দু’দলের লড়াইয়ে একটি ভারত ও একটিতে জিতেছে বাংলাদেশ। ফাইনাল জেতার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে দু’দল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি