ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১১ আগস্ট ২০১৯

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ রোববার সন্ধ্যায় মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সফরকারী ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫৪ রানের সময় বৃষ্টি হানা দেয়। এরপর আর মাঠে গড়ায়নি খেলা।

শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা দেয় ম্যাচ আম্পায়ার। সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে ১৪ আগস্ট।

এর আগে, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল রিবাট কোহলিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি