ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রোনালদোকে টপকে বর্ষসেরা গোল মেসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১২ আগস্ট ২০১৯

বর্তমান জুভেন্টাস রিক্রুট ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। তৃতীয়বারের মতো এই পুরস্কার ঘরে তুললেন আর্জেন্টাইন ফুটবল তারকা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ন্যু ক্যাম্পে লিভারপুলের বিপক্ষে করা মেসির সেই ফ্রি-কিক থেকে পাওয়া গোলই বর্ষসেরা নির্বাচিত হয়েছে।

ন্যু ক্যাম্পের ওই ম্যাচটি ছিল সেমি ফাইনালের প্রথম লেগের ম্যাচ। লিভারপুলের বিপক্ষে বার্সেলোনার ওই ম্যাচে ৮২তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন লিওনেল মেসি। পরাস্ত করেন গোলরক্ষক এলিসন বেকারকে। তার বাঁকানো শটেই সেদিন জয়টা একেবারে পাকাপোক্ত করেছিলো বার্সা। পরে অবশ্য দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে হেরে বিদায় নিতে হয়েছিল মেসিদের। পরে তো চ্যাম্পিয়ন্স লিগটাই জিতে যায় লিভারপুল।

তবে, সেরা গোলের জন্য সেরা দুইয়ে লড়াই করতে পারেনি লিভারপুলের কেউই। লড়াইটা ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে পর্তুগিজ সুপারস্টারকে পেছনে ফেলে তৃতীয়বারের মতো জিতে নিয়েছেন মেসি। 

অবশ্য এর আগে ২০১৫ এবং ২০১৬ সালে এ পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। তবে গতবার এই পুরস্কার গিয়েছিল রোনালদোর ঘরে।

উয়েফা বর্ষসেরা গোলের আগের জয়ীরা:
২০১৮: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
২০১৭: মারিও মানজুকিচ (জুভেন্টাস)
২০১৬: লিওনেল মেসি (বার্সেলোনা)
২০১৫: লিওনেল মেসি (বার্সেলোনা)

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি