ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১৪ আগস্ট ২০১৯

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বুধবার মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বার্মিংহামে ২৫১ রানের বড় ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। কিছুদিন আগে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে খেলবে দ্বিতীয় টেস্ট।

ইনজুরিতে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন ছিটকে যাওয়ার পর আর্চারের টেস্ট অভিষেক এই ম্যাচে নিশ্চিত। এখন শুধু অপেক্ষা বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করা জোফরা আর্চার। ওয়ানডের ফর্ম টেস্টেও ধরে রাখার বিশ্বাস এই তরুণ পেসারের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি