ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চেলসিকে হারিয়ে উয়েফা কাপ ঘরে তুলল লিভারপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১৫ আগস্ট ২০১৯

চেলসিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতল লিভারপুল। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে ম্যাচেন ৩৬তম মিনিটে অলিভার জিরুদের গোলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

এরপর ম্যাচের ৪৮তম মিনিটে সাদিও মানের গোলে ১-১ এ সমতা আনে লিভারপুল। ৯৫তম মিনিটে মানে নিজের দ্বিতীয় গোল করলে ২-১ এ এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। এর ৬ মিনিট পর স্পট কিক থেকে চেলসিকে সমতায় ফেরান জর্জিনিয়ে।

এরপর টাইব্রেকারে লিভারপুল ৫টি শটের সবকয়টিতে গোল করলেও চেলসির শেষ শটটি ফিরিয়ে দেন আদ্রিয়ানো। ফলে এ নিয়ে চতুর্থবার এই শিরোপা ঘরে তুলল লিভারপুল।      


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি