ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আজ নেপাল যাচ্ছে জাতীয় ভলিবল দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১৬ আগস্ট ২০১৯

চলতি মাসের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশের জাতীয় ভলিবল দল। আজ শুক্রবার নেপালের উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষে ২৫ আগস্ট তাদের ফিরে আসার কথা রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের জাতীয় ভলিবল দলের সদস্যরা।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল ছাড়াও অংশ নিচ্ছে মালদ্বীপ, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি