ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিল দলে ফিরলেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ১৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:১৭, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাজিল দলে ফিরলেন দলটির সাবেক অধিনায়ক ও বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। কলম্বিয়া ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ব্রাজিল দলে ফিরলেন তিনি।

এর আগে চোটের কারণে কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলতে পারেননি নেইমার। চোট কাটিয়ে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে দুই প্রীতি ম্যাচের দলে ফিরেছেন তিনি।

আগামী মাসের ৭ ও ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলে আছেন কোপায় দলকে নেতৃত্ব দেওয়া দানি আলভেজ। ৩৬ বছর বয়েসী আলভেজকে আগামী বিশ্বকাপের বিবেচনাতেও রেখেছেন তিতে। ডিফেন্সে তার সঙ্গে থিয়াগো সিলভা, ফ্যাগনাররা আছেন আগের মতই।

কোপা আমেরিকা দল থেকে বাদ পড়েছেন ক্যাসিও, মিরান্ডা, ফিলিপে লুইস, উইলিয়ান ও ফার্নান্দিনহো। নিষেধাজ্ঞা থাকায় নেই গ্যাব্রিয়েল জেসুস আর ক্লাবের ব্যস্ততার কারণে রাখা হয়নি এভারটনকে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি