ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডোমিঙ্গোই হলেন টাইগারদের হেড কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাসেল ডোমিঙ্গোকেই হেড কোচ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন।

প্রাথমিকভাবে তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। কোচের শর্টলিস্টে থাকাদের মধ্যে কেবল ডোমিঙ্গোই সশরীরে ঢাকায় এসে ইন্টারভিউ দিয়েছেন।

বাকিদের মধ্যে মাইক হেসন, মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, মাহেলা জয়াবর্ধনের সঙ্গে টেলি কনফারেন্সে কথা হয়েছে। কেউই ঢাকায় আসেননি। শেষ পর্যন্ত সামনে থেকে ইন্টারভিউ দেওয়া ডোমিঙ্গোকেই পছন্দ করলো বিসিবি।

এর আগে ডোমিঙ্গো দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন। এবার তিনি দুই বছরের চুক্তিতে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন।

৭ আগস্ট বুধবার ঢাকায় আসেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের কোচ হওয়ার জন্য তিনিই সবার আগে ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়েছিলেন।

রাসেল ক্রেগ ডমিঙ্গো আগামী ২১ আগস্ট থেকে দায়িত্ব নেবেন বলে জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। 

প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে তার মিশন।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বরে এই টেস্ট ম্যাচ শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি