ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ক্রিকেটার সাব্বিরের জমকালো হলুদ অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১৮ আগস্ট ২০১৯

জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান চলতি বছর মার্চে বান্ধবী অর্পার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তবে খেলা থাকায় তখন বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি তিনি।

সংবর্ধনা উপলক্ষে তিনি চার দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। যার প্রথম ধাপ হিসেবে শনিবার (১৭ আগস্ট) হয়ে গেল জাঁকজমকপূর্ণ হলুদ অনুষ্ঠান।

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ হবে আগামী ২৫ আগস্ট রাজশাহীতে বৌভাত দিয়ে।

রোববার (১৮ আগস্ট) কনেপক্ষের বাড়িতে বরযাত্রী অনুষ্ঠান। একদিন বাদে ২০ তারিখ হবে বৌভাত। এরপর স্ত্রীকে নিয়ে নিজ গ্রাম রাজশাহীতে যাবেন তিনি।

সেখানে নিজের এলাকায় ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠানের বন্দোবস্ত করেছেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।

বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন সাব্বির রহমান। গত শুক্রবার সন্ধ্যায় মা-বাবাকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে বিয়ের দাওয়াত কার্ড তুলে দেন তিনি।

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি