ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

উত্তাপ ছড়িয়েও ড্রতেই শেষ হলো লর্ডস টেস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১৯ আগস্ট ২০১৯

বৃষ্টি বিঘ্নিত লর্ডস টেস্ট উত্তাপ ছড়িয়েও ড্র হয়েছে। এর ফলে ৫ ম্যাচ অ্যাশেজ সিরিজে ১-০ তে এগিয়ে রইল অস্ট্রেলিয়া।

শেষ দিনে বেন স্টোকসের অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। আর প্রথম ইনিংসে ৮ রানের লিড থাকায় ২৬৭ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া।

জবাবে ৪৭ রানে ৩ উইকেট ফেলে ম্যাচ জমিয়ে তুলে ইংলিশরা। তবে বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ৬ উইকেটে অজিরা ১৫৪ রান তুললে ম্যাচটি ড্র হয়। এর আগে, প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে ২৫০ রানে অলআউট হয় অজিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি