ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফিটনেস টেস্ট দেননি মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১৯ আগস্ট ২০১৯ | আপডেট: ২১:৪৬, ১৯ আগস্ট ২০১৯

আফগানিস্তান সিরিজ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। আজ সোমবার ছিল ক্যাম্পের দ্বিতীয় দিন। আজ ১৯ আগস্ট সোমবার সকাল ৮টায় শুরু হওয়া টাইগারদের ক্যাম্পের প্রথম দিন কেটেছে বিপ টেস্ট ও জিম করে। তবে ফিটনেস যাচাইয়ের জন্য বিফ টেস্ট দেননি ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সৌম্য সরকার।

অবসরের জন্য দুই মাস সময় চাওয়া জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি কেন ফিটনেস টেস্ট দেননি সে ব্যাপারে আলোকপাত করতে পারেননি বিসিবির ট্রেইনার বায়জিদুল ইসলাম। তবে তিনি জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আপাতত ফিটনেস টেস্ট দিতে পারছেন না জাতীয় দলের বিধ্বংসী ওপেনার সৌম্য সরকার। ২৪ আগস্ট তিনি এই পরীক্ষা দেবেন।

উল্লেখ্য,'ভিওটুম্যাক্স' পদ্ধতি ব্যবহার করে বিপ টেস্টের মাধ্যমে জানা যায় একজন ক্রিকেটার কী পরিমাণ অক্সিজেন নিতে পারে। এই পরীক্ষার দ্বারা ক্রিকেটারদের প্রাণশক্তি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। মোট ৩৫ জন নিয়ে এই ক্যাম্প শুরু হলেও অধিকাংশ তরুণ ক্রিকেটার ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলছেন। সাকিব-তামিম-সাব্বির আছেন ছুটিতে।
 
টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি