ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শীঘ্রই ফুটবলকে বিদায় জানাচ্ছেন রোনালদো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২১ আগস্ট ২০১৯

৩৪ পেরিয়েছে বয়স, তবুও এতটুকু কমেনি ফুটবলীয় ধার। এই বয়সে যখন অধিকাংশ ফুটবলারই ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন, তখনও তিনি খেলে যাচ্ছেন দুর্দান্তগতিতে। তাই ভবিষ্যৎ নিয়ে কিংবা অবসর নিয়ে ভাবনা-চিন্তা এখনই মাথায় আনছেন না তিনি। তবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড জানিয়েছেন, হয়তো হুট করেই ক্যারিয়ারের ইতি টানতে পারেন তিনি।

বলছিলাম সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। গেল বছর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান লিগ সিরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দেয়ার পর প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন রোনালদো। নতুন চ্যালঞ্জের স্বাদ নিয়ে দারুণ সফলতা পেয়েছেন তিনি। জুভদেরকে জিতিয়েছিলেন সিরি আ'র শিরোপা, আর নিজে ২১ গোল করে হয়েছিলেন লিগে দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলা সিআর সেভেনের পা থেকে এসেছিল ২৮ গোল।

আজ বুধবার পর্তুগিজ গণমাধ্যম টিভিআইকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন রোনালদো। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে ভাবি না। এমন হতে পারে, আগামী বছরই ক্যারিয়ার শেষ করতে পারি...আবার ৪০-৪১ বছর বয়স পর্যন্তও খেলা চালিয়ে যেতে পারি।’

ফুটবল পেশা হলেও ক্যারিয়ারটা ততদিনই টেনে নিতে চান, যতদিন তিনি খেলাটা উপভোগ করবেন। এ বিষয়ে রোনালদোর ভাষ্য, ‘আমি আসলে জানি না (কবে অবসর নেব)। আমি যা বলি তা হল- বর্তমান মুহূর্তটা উপভোগ করো। এই সময়টা অসাধারণ এবং এটা আমি উপভোগ করতে থাকব।’

এদিকে, ব্যক্তিগত হোক কিংবা দলীয়, রোনালদোর অর্জনের তালিকাটা কিন্তু বেশ লম্বা। গত এক যুগ ধরে সময়ের আরেক সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথটা উত্তেজনায়-রোমাঞ্চে বুঁদ করে রেখেছে গোটা ফুটবল বিশ্বকে। 

ক্যারিয়ারজুড়ে অগণিত রেকর্ডের জন্ম দেওয়া রোনালদো দারুণ গর্বিত নিজের সাফল্য নিয়েও। এমনকি এ নিয়ে প্রশ্নও ছুঁড়ে দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। 

সিআর সেভেনের নিজ মুখে, ‘এমন কোনো ফুটবলার কি আছেন যার রেকর্ডের সংখ্যা আমার চেয়ে বেশি? আমি মনে করি না যে, এমন কোনো ফুটবলার আছেন যার রেকর্ড আমার চেয়ে বেশি!’ 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি